কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় শুক্রবার (১৯ মে) দুপুর দুটায় কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম এর নেতৃত্বে কেন্দুয়া পৌর শহরের দরগার মোড় থেকে গ্রেফতার করা হয় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা -৩, কেন্দুয়া -আটপাড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি,কেন্দুয়া উপজেলার ৩ বারের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া (দুলাল) কে। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে এবং অবিলম্বে মুক্তির দাবি জানায়।
এছাড়া বৃহস্পতিবার (১৮ মে) কেন্দুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেফতার করে জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লিটন,সান্দিকোনা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঞা রুকন,নওপাড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালাম ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক শহিদ মিয়াকে।
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন পিপিএম জানান,পূর্বে দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।