1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

কেন্দুয়ায় ঝড়ে ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

কোহিনূর আলমঃ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নে ঝড়ের ছোবলে ভরাপাড়া গ্রামের বাড়ি-ঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২১মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘূর্ণিঝড় শুরু হয়।এতে ক্ষতিগ্রস্থ হয় বলাইশিমুল ইউপির ভরাপাড়া গ্রামের বেশ কিছু বাড়ি ঘর ও গাছপালা।
ক্ষতিগ্রস্তদের মাঝে বলাইশিমুল ইউপির ভরাপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতঘর,গোঁয়ালঘর ও হাঁসের খামার ঘরসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও পারভীন আক্তারের বসত ঘরের পেছনের বারান্দা উড়িয়ে নিয়ে গেছে এবং সাইড ওয়ালে ফাটল ধরেছে।
গুচ্ছ গ্রামের জুলেখা খাতুনের একমাত্র ঘরের পিছনেের ছাল ছাড়িয়ে নিয়ে গেছে।
ভরাপাড়া গ্রামের বাবুল মিয়ার হাঁসের খামার থেকে প্রায় ৬ শত হাসেঁর বাচ্চা নিখোঁজ হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি, গাছপালা ও বিদ্যুৎ এর তার ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কথা হলে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইএনও মোঃ রাজিব হোসেন জানান, ইতোমধ্যে আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি।উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অচিরেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।এ সময় তাঁর সাথে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira