সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় নিয়ামতপুর হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটোরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বরচন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবয় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন,নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতি ওবায়দুল হক,
ভাবিচা ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎপলকান্ত সরকার পিন্টু, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর,উপজেলা মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বেচ্ছাসাবলীগের সাধারণ সম্পাদক রায়হান করবি রাজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম।