কোহিনূর আলম
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পারভীন সিরাজ মহিলা কলেজের মিলনায়তনে ছাত্র- শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোজাহিদুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক জাহিদুল ইসলাম, সিরাজাম মনিরা ও অভিভাবক পর্যায়ের আসাদুল করিম মামুন সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা একজন ভালো শিক্ষকের প্রয়োজনীয়তা তুলে ধরেন।কারণ পিতা-মাতার পরেই একজন শিক্ষকের স্থান।
পারভীন সিরাজ মহিলা কলেজের সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবে।শিক্ষার্থীরা যেনো মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে এবং তারা যেনো সুনাগরিক হিসেবে গড়ে ওঠে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। এ বিষয়ে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে।
উক্ত সভায় শিক্ষার্থী, প্রভাষক, অভিভাবক, সাংবাদিক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।