তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ নাঈম মৃধা
বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের এর সাথে তালতলী সাংবাদিক ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে চেয়ারম্যানকে তালতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম হাইরাজ শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। এরপর ২০২৩-২৪ কার্যকরী কমিটি প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার তালতলী সাংবাদিক ক্লাবের সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।