1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। ৭ জুন বুধবার সিভিল সার্জন কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ৭-১৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি ডিবির অফিসার ইনচার্জ মো: আনায়ারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের শিক্ষা গবেষনা কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মো: এফতেখারুল ইসলাম সজিব, ডা: শিরিন আক্তার পপি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসের ডা: মোছা: আছিয়া খাতুন প্রমুখ।
র‍্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা, হাসপাতালের কর্মকর্তা-চিকিৎসক, নার্সিং অফিসারবৃন্দ, শিক্ষার্থী, ইএসডিও, ব্র্যাকের বিভিন্ন প্রতিনিধিগণ অংশ নেন। উল্লেখ্য, পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ধর্মীয় উপসানলয়ে স্বাস্থ্য ও পুষ্টি বার্তা প্রদান, সরকারী শিশু পরিবার (বালিকা)’য় পুষ্টিকর খাবার বিতরণ, মা সমাবেশ ও পুষ্টি বিষয়ক আলোচনা, জিএমপি কার্ড বিতরণ, কুইজ প্রতিযোগিতা, স্বাস্ত্য পরীক্ষা, বিনামুল্যে রক্তের গøুকোজ পরীক্ষা ও শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে বলে জানান কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira