নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় সচেতনামূলক উপজেলা প্রশাসন গাড়িতে স্টিকার লাগিয়ে প্রচারণা করেন । বৃহস্পতিবার (২২জুন) দুপুর সাড়ে ১২ উপজেলা নতুন অফিস ভবনের সামনে অটোবাইকে স্টিকার লাগিয়ে এ উদ্বোধন করা হয়। প্রতিপাদ্য স্লোগানে , আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। মাদক থেকে বিরত থাকি, সড়কে নিরাপদ থাকি। ওভারটেকিং করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। ধৈর্য, মনোযোগ ও সতর্কতার সাথে গাড়ি চালান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র প্রমুখ।