সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর নিয়ামতপুরে আজ ২৩ জুন আওয়ামী লীগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন এ দেশ স্বাধীন হয়েছে বাঙালি জাতির মুক্তির জন্য, বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য,এ দেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে ভার্চুয়ালি মন্ত্রী বক্তব্যে কথাগুলো বলেন ।
এর আগে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী বিকাল ৪টায় নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্্যালী নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটোরিয়ামের সামনে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় ,আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বরচন্দ্র বর্মন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নওগাঁ জেলা পরিষদের সদস্য শ্রীমন্তপুর ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম বুলু,হাজিনগর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যানের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,এছাড়া আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, হাজিনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্তি সরকার পিন্টু সহ যুবলীগ,মহিলা লীগ,যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।