মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা পাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৪ জুন শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, বিশেষ অতিথি উপ- সচিব সাদেকুল ইসলাম, অতিরিক্ত সচিব মো: সাইদুর রহমান, হোসেন আলী খোন্দকার, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, এন.এস.আই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা কালচারাল অফিসার জাকির হোসেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী দপ্তর ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা উঠে আসে প্রশিক্ষনে।