1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৭ জন আটক বাংলাদেশ প্রেস ক্লাব নরসিংদী জেলা শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩ প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন গুড়িগুড়ি বৃস্টিতে শীতের আমেজ ঠাকুরগাঁওয়ে জমে উঠছে শীতের মৌসুমী গরম কাপড় কেনাবেচা ! বাহুবল উপজেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা নরসিংদীতে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বাহুবলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার বেহাল দশা !! নামেই ৫০ শয্যা, বাস্তবে নেই  নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত আইনজীবিদের সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে নরসিংদী মনোহরদীতে তত্বাবধায়ক সরকারের দাবিতে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য ও ৬ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এদিকে আত্রাই উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ডিবি পুলিশে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার রাণীনগর উপজেলার মিরাপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে মিস্টার রকি, কুমারপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে নাজমুল হোসেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকার আবেশ আলীর ছেলে আমজাদ হোসেন, আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাক, কোমারপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু তাহের।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। তাই জনগণের জীবনযাপন স্বাভাবিক রাখা এবং সেই সাথে অপরাধ নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছিলেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হঠাৎ করে গত বুধবার (২১ জুন) রাতে গোপন সংবাদ ভিত্তিতে জানা যায়, জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউপি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে ভাঁরশো ইউপি সামনে থেকে রকি ও নাজমুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকা থেকে আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। এসময়ও আমজাদের হেফাজতে থাকা আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পর তাদের তাদের দেওয়া তথ্যমতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের বিক্রয় করা আরও ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত আবু তাহেরকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মামালা দায়ের করা হয়েছে।
আত্রাই উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার চেকপোস্ট বসিয়ে ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভুঁইয়া এলাকার আছমত আলীর ছেলে জসিম মিয়া, শাহ আলমের ছেলে সেলিম, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাদ্দাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এরাকার শ্যামল চন্দ্র মহন্তর ছেলে কাজল চন্দ্র মহন্ত, রাজেন চন্দ্র দেবনাথের ছেলে পলাশ চন্দ্র দেবনাথ ও পর-নওগাঁ এলাকার রইচ মন্ডলের ছেলে বজলুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতে নাটোরে নলডাঙ্গার দিক থেকে একটি সবুজ রঙের সিএনজি থামিয়ে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে সাতটি প্যাকেট প্রতিটি প্যাকেটে ২কেজি করে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট