রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহজোগী সংগঠনের উদ্যোগে ইসাখালি বীর প্রতীক গাজী সেতু সংলগ্ন বালুর মাঠে ও শীতলক্ষ্যা নদীর তীরে মনরম পরিশে ও দূষণ মুক্ত পরিবেষে প্রতি বছরের ন্যায় এবারো জমে উঠেছে এক বিরাট গরু ছাগলের হাট।হাট পরিচালনায় রয়েছেন কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।জাহেদ আলী বলেন এই হাঠে ছোট বড়ো মাঝারি ও সকল প্রকার গরু ও ছাগল সূলভ মূল্যে ক্রয় বিক্রয় করা হয়।এবং এই হাটে ২৪ ঘন্টা সি সি টিভি ও আইন শৃঙ্খলা বাহিনী সহ নিরাপত্তা কর্মিদের মাধ্যমে নিরাপত্তার জোরদার করা হয়েছে ও এই হাটে পাইকার ভাইদের জন্য খাওয়া দাওয়া ও থাকা সহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে।এই হাটে নদী ও সড়ক পথে গরু ছাগল আনা নেওয়ার বিশাল সুযোগ সুবিধা রয়েছে এবং এই হাট ঈদের দিন সকাল ১০টা পর্যন্ত চলমান থাকবে বলে জাহেদ আলী জানান।জাহেদ আলী আরো বলেন এই হাটের ইজারাদার হলেন কায়েত পাড়া ইউনিয়ন যুবলীগের সফল সভাপতি মোঃ আশিক ইকবাল।