কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
“যেথায় থাকুক যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে” এ শ্লোগানে নেত্রকোনার কেন্দুয়ায় ঢাকাস্থ ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকাল ৩ টায় ঢাকাস্থ কেন্দুয়া ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে কেন্দুয়া পাবলিক হল অডিটোরিয়ামে মহিবুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে ও মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩,কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব অসীম কুমার উকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, তেজগাঁও কলেজের অধ্যাপক এরশাদুল ইসলাম প্রমূখ।