1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জ থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- রূপগঞ্জ উপজেলার মো. ফাহিম (২৪) এবং একই উপজেলার মো. এমদাদুল হক (২৮)। র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে ওই এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতর হতে ফেনসিডিলসহ ফাহিম ও এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।
র‍্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে উক্ত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন লোকালয়ের পরিত্যক্ত বাড়িঘর, ফার্ম, ফ্যাক্টরি ব্যবহার করে এবং ফেনসিডিল মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকতেন। মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira