সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা শাখার যুবলীগের কাউন্সিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুলাই)বিকাল ৪টায় নিয়ামতপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় অধিবেশনে সরকারি কলেজের চারতালা ভবনের হলরুমে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পরিচালনায়, উপজেলা ও ইউনিয়নের কাউন্সিলরদের উপস্থিতিতে, মোতালেব হোসেন বাবর সভাপতি ও মাহাদী হাসান পায়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
কাউন্সিলে উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ্ খান পিটু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় ।