কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় “দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য”।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুস ছাত্তরের সভাপতিত্বে এবং লুৎফুর রহমান ও
আনোয়ার উদ্দিন হিরনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জনাব মোহা: আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন,কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রাজিব হোসেন ও
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, অভিভাবকবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ দলের বক্তাদের ও শ্রেষ্ঠ বক্তা নির্ধারিত হয় বিজয়ী দলের দলনেতা আফনান ভূইয়া নাবিল এবং বিজিত ঘোষিত হয় বিপক্ষ দল সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।
সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে উভয় দলকে ক্রেস্ট বিতরণ করা হয়।