মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ এর চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আয়োজনে পৌরশহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার মাঠে আনন্দ শোভাযাত্রাটি শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে আরো বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আজাদ, স্বাশিপের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কমিউনিটি সেন্টার মাঠে এসে শেষ হয়।