কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকালে পৌর শহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক ভূঞা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভূঞা জুয়েলের সঞ্চালনায় পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তাঁর বক্তব্যে তিনি দলের সব বিভক্তি উপেক্ষা করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান এবং তিনি এও বলেন, বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক যারা তারাও শেখ হাসিনাকে সম্মান করেন। কারণ শেখ হাসিনার যে দুরদর্শিতা ও বাংলাদেশের উন্নয়নে তাঁর যে নেতৃত্ব তা অতুলনীয় ও অবশ্যই প্রশংসার দাবিদার।
বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন, বাংলাদেশ যুব মহিলালীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনে সাবেক সাংসদ অধ্যাপক অপু উকিল,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা।