কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
”নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” প্রতিপাদ্যে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এঁর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহার উল আলমের সঞ্চালনায় মৎস্য সম্পদে সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাংসদ ও বাংলাদেশ আওমীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা প্রমুখ।
এরপর মৎস্য চাষে বিশেষ অবদানের জন্যে ৭ জন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে প্রধান অতিথির নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের রেণু পোনা অবমুক্ত করা হয়।