রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে হাবিবুর রহমান সবুর হত্যায় জড়িতদের বিচারের দাবিতে দাউদপুর এলাকায় মানববন্ধন বিক্ষোভ ও সরক অবরোধ করে এলাকবাসী।
হাবিবুর রহমান সবুর এর পরিবার ও এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান সবুরকে ইট ভাটার ভিতরে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। ২৮ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় এ মানববন্ধন হয়।
পরে লাশ গুম করার জন্য নদী পথে ট্রলারযোগে নেয়ার প্রস্তুতি কালে ইটভাটার সুপারভাইজার ও নৈশ প্রহরী কে দেখে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে রূপগঞ্জ কালিগঞ্জ সড়কে জড়ো হন হাবিবুর রহমান সবুর এর পরিবার ও এলাকাবাসী। প্রথমে সড়কে মানববন্ধন করেন তাঁরা। এরই একপর্যায়ে সড়কে বসে পড়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা।
এতে রূপগঞ্জ কালিগঞ্জ সড়কে প্রায় ২ ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে রূপগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন এ ঘটনায় একটি মামলা হয়েছে অপরাধীদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে।