কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী গ্রামের আল খাইরুল অটো রাইস মিল এবং সেনের বাজার মোড়ের মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(৩১ জুলাই) সকাল আনুমানিক ১০.৪৫ মিনিটে কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী গ্রামের আল খাইরুল অটো রাইস মিল এবং সেনের বাজার মোড়ের মধ্যবর্তী স্থানে নেত্রকোনা কেন্দুয়া হাইওয়ে রাস্তায় ঠিকাদারী প্রতিষ্ঠান
“রিড”কনস্ট্রাকশন কোম্পানি এর একটি গাড়ি রাস্তায় পানি দেওয়ার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ১ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম সুমন আহমেদ (১৩) বাবার নাম আব্দুল বারেক। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।
কেন্দুয়া থানার তদন্ত অফিসার আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,এ বিষয়ে কেউ কোন অভিযেগ না করায়, তার আত্মীয়-স্বজনদের হাতে লাশ হস্থান্তর করা হয়।নিহতের নানার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার পাঠানপাড়া গ্রামে। ওখানেই তার লাশ সমাধিস্থ করা হবে। কারণ তার গ্রামের বাড়িতে লাশ সমাধিস্থ করার জন্যে যথেষ্ট জায়গা নেই। উল্লখ্য সুমনের বাবা উক্ত “রিড কোম্পানির “রোলারের ড্রাইভার হিসেবে কর্মরত আছেন।