মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৯ই আগষ্ট ২০২৩ বুধবার দুপুর
১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র
সভাপতিত্বে সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরষ্কার ও সনদপত্র বিতরণ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান। প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দীন জাহাঙ্গীর। বিশেষ
অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। অন্যান্যর মধ্যে থেকে
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান
হেলাল উদ্দিন মোল্লা, পৌর মেয়র রাবেয়া সুলতানাসহ আরো অনেকে। উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান,
প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রেষ্ঠ হয়েছে তার বর্ণনা নিম্নে রয়েছে। শ্রেষ্ঠ
শিক্ষা প্রতিষ্ঠান হলো কালাই সরকারি মহিলা কলেজ, রোভারে শ্রেষ্ঠ শিক্ষক লায়লা আরজুমান বানু ও শ্রেষ্ঠ
রোভারে শ্রেষ্ঠ শিক্ষার্থী রুবাইয়া আক্তার। কালাই ডিগ্রি কলেজের শ্রেষ্ঠ শিক্ষক হলেন সহকারী অধ্যাপক
আব্দুল্লাহ আল মজিদ জিপসি, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়,
শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সুজাউল ইসলাম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী শারিকা আক্তার, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ
শ্রেণি শিক্ষক সহকারী শিক্ষক হযরত আলী। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী মৌলবী রুহুল আমিন ও শ্রেষ্ঠ শিক্ষার্থী
আফ্রিয়া আক্তার। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন ভূগোইল দাখিল মাদ্রাসার সুপার মনয়েব। সভাপতি
ইউএনও মহোদয় ও অতিথিবৃন্দের মাধ্যমে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এসময় সরকারি
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী,
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।