1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

সনজিত কুমার দাস
নিয়ামতপুর নওগাঁ সংবাদদাতা : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৯ আগষ্ট বুুধবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদের মেইন গেট থেকে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা অডিটোরিয়ামে  সামনে এসে শেষ হয়। পরে জেলা পরিষদের অডিটোরিয়ামে  হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ  নিয়ামতপুর উপজেলা শাখার  সভাপতি মন্ডল মার্টিন সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের আবুুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা জাতীয়় আদিবাসী নিয়ামতপুর শাখার সাংগঠনিক সম্পাদক বিজয় ইন্দুয়ার, সাং শৈল আদিবাসী স্কুল এন্ড কলেজেরসহকারী শিক্ষক  মহন মুন্ডা, জাতীয় আদিবাসী ছাত্র  পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের মহাদেব পুর শাখার সাংগঠনিক  সম্পাদক পলাশ সাহানা আদিবাসী সদস্য সুজল সরদার, সন্তেষ লাকড়া,‌নিলয় সরদার, রসুলপুর ইউনিয়নের জাতীয় আদিবাসি পরিষদের সাংগঠনিক সম্পাদক মধু সরদার, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য  শ্রীমতি মিতালি  রাণী 
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদেরকে বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদসহ সকল ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সারা দেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে। তাদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। আমাদের দেশে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসীদের অধিকার রক্ষায় বাঙালি জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira