 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদক
খুলনার পাইকগাছায় তথ্য মন্ত্রনালয়ের নিবন্ধনকৃত গণ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে “পাইকগাছা রিপোটার্স ইউনিটি দ্বিবার্ষিক কমিটি পুনঃগঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক সকালের সময়ের শেখ সেকেন্দার আলীকে সভাপতি, দৈনিক প্রতিদিনের সংবাদের মোঃ ফসিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক কালবেলা’র মোঃ আসাদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক সত্যপাঠ’র মোঃ জিয়াউদ্দীন নায়েব, কোষাধক্ষ দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিনের মোঃ মানছুর রহমান (জাহিদ), নির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের জি এম মিজানুর রহমান, দৈনিক নয়া দিগন্তের শেখ দীন মাহমুদ, দৈনিক কল্যানের জহুরুল হক। সাধারণ সদস্যরা হলেন, দৈনিক অনির্বাণের মোঃ হাফিজুর রহমান রিন্টু, দৈনিক কালের চিত্রের মোঃ খোরশেদ আলম, দৈনিক এই বাংলার কাজী সোহাগ, প্রতিদিনের কথা’র মোঃ আনোয়ারুল ইসলাম, দৈনিক রাজ পথের দাবী পত্রিকার মাজহারুল ইসলাম মিথুন। সহযোগী সদস্য শফিয়ার রহমান।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান।