1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

পাশে ছিলাম,পাশে আছি,পাশে থাকবো ইনশাআল্লাহ : সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন পিন্টু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২ ঘটিকায় নেত্রকোণার আটপাড়া উপজেলা যুব ও ছাত্র সমাজের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ছানোয়ার উদ্দিন ছানুর সভাপতিত্বে এবং আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
বিষেশ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বি এম রেজাউল হাবিব,উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, কেন্দুয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খসরু খান,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামাল,ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকান্ডের ভেতর দিয়ে এ দেশকে যারা ধ্বংস করে দিতে চেয়েছিলো তাদের মুখে গণতন্ত্রের কথা বেমানান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের সবার শ্লোগান একটি–শেখ হাসিনা সরকার, আর একবার দরকার। তাছাড়া তিনি আরো বলেন,আমি কেন্দুয়া – আটপাড়া মানুষের পাশে ছিলাম,পাশে আছি,পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira