সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ )সংবাদদাতাঃ নিয়ামতপুরে ৫০ তম জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত ২ তারিখে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়ে অদ্য ১১ সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা হয় ।
মোট ৭১ টি টিম খেলায় অংশগ্রহন করে, উপজেলায় চারটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হয় গতকাল ১০ সেপ্টেম্বর বিকেল ৩.৩০ মিনিটে নিয়ামতপুর সরকারি হাই স্কুল মাঠে বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ বেনীপুর উচ্চ বিদ্যালয় কে১- ০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই চ্যাম্পিয়ন টিম আগামী ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে।
আজকে বালকদের ফুটবলে বেলগাপুর উচ্চ বিদ্যালয় আমৈইল উচ্চ বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, বিজয়ী সব দল আজ পুরস্কার গ্ৰহন করে,বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজকের প্রধান অতিথি জনাব ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজা আক্তার বিথি, সরকারি কমিশনার ভূমি নিয়ামতপুর নওগাঁ, নাদিরা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন,সহকারী শিক্ষকগণ।