কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন প্রান্তিক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়নের “জয় বাংলা যুব ঐক্য পরিষদ “এর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে ইউনিয়নের মঙ্গলসিদ্ধ বাজারে “জয় বাংলা যুব ঐক্য পরিষদ”র সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও যুব লীগ নেতা আলামীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী, সাবেক ছাত্রনেতা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া – আটপাড়া) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী , কেন্দুয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, আটপাড়া উপজেলার “জয় বাংলা ঐক্য পরিষদ”র সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চন্দন, “জয় বাংলা যুব ঐক্য পরিষদ “র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া – আটপাড়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সারা দেশব্যাপী শেখ হাসিনা সরকারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেন । তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের যে দৃষ্টান্ত তা বিশ্বের যে কোন সরকারের কাছে প্রশংসনীয় । বাংলাদেশ তাই বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । তাই তিনি “শেখ হাসিনা সরকার, বারবার দরকার” শ্লোগানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান ।