মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও আসনের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারের লক্ষ্যে ঠাকুরগাঁও – ২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । ৪ নভেম্বর শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেলের শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাযর পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম প্রমূখ । কয়েকহাজার মানুষ শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করে । ঠাকুরগাঁও – ২ আসনের নির্বাচনী এলাকায় প্রদক্ষিণ করে । ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নের শোভাযাত্রা করলেন- ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি । ৪ নভেম্বর শনিবার বিকাল ৫ টায় নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী, হরিপুর থেকে প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মীর সম্বনয়ে এক বিশাল মোটরসাইকেলের রেলী নিয়ে উন্নয়নের শোভাযাত্রা করেছেন – এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম । এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দি ক তুলে ধরেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান। তার সাথে ছিলেন ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মাযহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলার আওয়ামী লীগের সম্পাদক এমএম আলমগীর সহ রাজনৈতিক নেত্রী বৃন্দ প্রমুখ ।