রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় একটি ছেলে পাওয়া গেছে। আজ সোমবার ( ৪ ডিসেম্বর/ ২৩ ইং ) শিমলা বাজারে স্থানীয়রা শিশুটিকে দেখতে পায়।
স্থানীয়রা জিজ্ঞেস করলে নিজের নাম বলছে দোয়েল। বয়স আনুমানিক ৫/৬ বছর। পিতার নাম একরামুল, মাতার নাম সামিয়া , গ্রামের নাম বলতে পারছে না। থানা গোদাগাড়ী, জেলার নাম রাজশাহী বলতে পারছে।
শিশুটি বর্তমানে বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের শিমলা বাজারে ( নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের পাশে) স্থানীয়দের জিম্মায় রয়েছে। বিষয়টি মুঠো ফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাফ হোসেন।
সূত্র জানায়, অবুঝ শিশুটি তার চাচার সাথে এসেছে, এতটুকু বলছে।
শিশুটির ছবি দেখে, প্রকৃত অভিভাবককে ০১৭৩৭-৮২৬৯১৭ নং মুঠোফোনে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন, মেম্বার আলতাফ হোসেন।