খন্দকার সেলিম রেজাঃ
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৩ য় ৪-র্থ ডিসেম্বর-২০২৩, নরসিংদী জেলার পাঁচটি আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর মনোনয়ন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার,নরসিংদী ড.বদিউল আলম।বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ,বিদ্যুৎ- গ্যাস,কর বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।