খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা(চসাস)এর কার্যনির্বাহী কমিটির ডিজিটাল নির্বাচনের(২০২৩- ২০২৬) তফসীল ঘোষণা করা হয়েছে।আগামী ৯ ই ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন,সাংবাদিক সাইফুর রহমান নিশাদ।তিনি নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের ঐতিহ্যবাহী হাজী বাড়ীর ছেলে।জীবনের শুরু থেকেই তিনি লেখালিখিতে ও তপ্রোতভাবে জড়িত।নির্ভয়ে এই তরুণ বয়সে তিনি সাদাকে সাদা আর কালোকে কালা বলে যাচ্ছেন।দমে যাননি কালো হাতের নিষ্ঠুর থাবায় ভয়ে।সমাজের নানা অনিয়ম তুলে ধরেছেন পত্রিকার পাতায়।অসহায়দের নিয়ে লিখছেন সব-সময়।এতেই যেন তিনি পরম সুখ পান।চসাসের নির্বাচনে তিনি ফুটবল মার্কা প্রতীকে লড়বেন।সংগঠনটির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা, ওসমান এহতেসাম বলেন,সাংবাদিকদের অধিকার রক্ষায় আমি ও সংগঠনের বর্তমান সভাপতি দিদার আশরাফী চট্টগ্রাম সাংবাদিক সংস্থা(চসাস) প্রতিষ্ঠা করেছি।প্রতিষ্ঠার পর থেকে জীবনের অধিকাংশ সময় সংগঠনের জন্য ব্যয় করেছি।এতে আমি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।কিন্তু তাতেও আমার আফসোস নেই,কারণ আমি সাংবাদিকদের জন্য কাজ করছি।এ ব্যাপারে সাংবাদিক নিশাদ বলেন,আগামী ৯ তারিখে অনুষ্ঠিত চসাসের নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি।আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।তিনি আরো বলেন,আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি,তবে আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই।যে ব্যক্তির দ্বারা সংগঠন বহুদূর এগিয়ে যাবে ভোটাররা যেন তাকে ভোট দেয়।