খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে জুলহাস মিয়া(৭০)নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।দুপুর দেড়টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জুলহাস মিয়া টেকপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়,ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন-যাপন করে আসছেন।গত রাতে কোন এক সময় বাসা থেকে বের হয়ে আসেন তিনি।পরে বাড়ীর সামনের একটি ডোবায় পানিতে পরে তার মৃত্যু হয়।দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।ঘোড়াশাল পৌর কাউন্সিলর নুরুল ইসলাম জানান,নিহত জুলহাস মিয়াকে বাড়ীর সামনের রাস্তায় মাঝে মাঝে ভারসাম্যহীনভাবে বসে থাকতে দেখা যেতো।বয়স্ক ও মানসিক ভারসাম্যহীন হিসেবে তাকে কেউ কেউ আর্থিক সহযোগীতাও করতেন।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক)তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত জুলহাস মিয়ার পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।