মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। দিবসটি পালনে শনিবার জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুর হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজপাড়াস্থ টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপরাজেয়-৭১ এ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামী লীগ , ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বে-সরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মারন করা হয়। অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে একটি বিজয় র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে কুচকাওয়াজ ও ডিসপ্লে, রক্তদান কর্মসূচী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিনিয়ার সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ প্রমুখ।
বিকেলে বিজয়ের সুবর্ণজয়ন্তী, মহিলাদের ক্রীড়া অনুসঠান, প্রীতি ফুটবল ম্যাচ, উন্মুক্ত স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসক বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে প্রীতি টি-২০ ক্রীকেট প্রতিযোগিতা হবে।