1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মন্ত্রী-এমপিদের প্রভাব ঠেকাতে সংসদকে ইসির চিঠি অভিযোগ পেলেই ভোট গ্রহণ কর্মকর্তা বাদ: ইসি আলমগীর নওগাঁর নিয়ামতপুরে সংবাদ প্রকাশের পর খাল খনন কাজ পরিদর্শনে জেলা নির্বাহী প্রকৌশলী গভীর নলকূাপ অপারেটরের স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত টাকা আদায় সত্তে¡ও নিয়ামতপুরে পানির অভাবে পুড়ছে ধান, পুড়ছে কৃষকের কপাল নিয়ামতপুরে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপন নিয়ামতপুরে দর্শনার্থীর ভিড়ে মুখরিত ঘুঘুডাঙ্গা তালসড়ক নিয়ামতপুরে আলোর দিশারী সংগঠনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার গুনগতমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় ঈদগাহে থাকবে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নির্ঘুম প্রচার প্রচারণায় জমে উঠেছে নওগাঁ-১ আসনের ভোট যুদ্ধ- লড়াই হবে নৌকা-ট্রাকে অভিমত ভোটারদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করলেও প্রতিটি আসনেই লড়তে হবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় কোথাও কোথাও পরাজয়ও বরণ করতে হতে পারে বলে মনে করছেন অনেকেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থীর এই হাড্ডাহাড্ডি লড়ায়ে নওগাঁ-১ আসনও বাদ পড়েনি এবার, ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন নওগাঁ ১-আসনে( নিয়ামতপুর পোরশা সাপাহার) আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নিয়ামতপুর পোরশা সাপাহারের মাটি ও মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার। স্বতন্ত্র প্রার্থী ( ট্রাক) মার্কায় লড়ছেন আওয়ামী লীগ নেতা নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি চন্দননগর ইউনিয়ন পরিষদ এর ৫ বারের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা ও সতন্ত্র প্রার্থী মাজেদ আলী ( ঈগল) মার্কায় জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) মার্কায় জাতীয় পার্টির নওগাঁ জেলা সহ-সভাপতি আকবর হোসেন (কালু)। ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লায় চায়ের দোকান সহ হাটবাজার গুলোতে গুঞ্জনে মুখরিত নির্ঘুম প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছে সকল প্রার্থী ও কর্মীরা এ যেন এক ভোট যুদ্ধে নেমে পড়েছে সকলে। চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন সাধারণ ভোটারেরা কে হবে? নওগাঁ-১আসনের সংসদ।কে হবে পোরশা সাপাহার নিয়ামতপুরের মাটি ও মানুষের নেতা,কে হবে এই অঞ্চলের ভাগ্য বদলের কান্ডারী, উন্নয়নের রূপকার, এই প্রশ্ন নিয়ে সাধারণ ভোটারদের ও সচেতন মহলের মাঝে চলছে নানান চিন্তা চেতনা জল্পনা কল্পনা। নিয়ামতপুর উপজেলার একজন সাধারণ ভোটার ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুস সামাদ দৈনিক গণকন্ঠ কে জানায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকবেই, তবে মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী পোরশা সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সমস্ত উন্নয়নে বড় অবদান রেখেছেন বাবু সাধন চন্দ্র মজুমদার,তার এই অবদান আমরা তিন উপজেলা বাসি কখনো ভুলে যেতে পারিনা ভুলে যেতে পারবোনা। তাই আবারও পোরশা সাপাহার নিয়ামতপুর উপজেলায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এর সহিত যোগাযোগ করা হলে তিনি দৈনিক আজকের খোলা কাগজ কে জানায়,বিগত বছর গুলোতে জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশেই থাকতে চাই। তাদের চাওয়া পাওয়া তাদের সকল প্রত্যাশা গুলো যেনো আমি পূরণ করতে পারি এটাই আমার একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেন, ১৫ বছরে যে উন্নয়ন করেছি তা পোরশা সাপাহার নিয়ামতপুর মাঠি ও মানুষ খুব ভালো করে জানে, মানুষ উন্নয়নে বিশ্বাসী আগামীতেও একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ১১শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই নওগাঁ -১আসনে(নিয়ামতপুর,পোরশা সাপাহারের মাটিতে বাস্তবায়িত হবে আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারও নৌকা মার্কাটিকে বেচেঁ নিতে কখনো ভুল করবে না এই ৩ উপজেলার সর্বস্তরের জনগণ বিপুল ভোটে আমাকে পূনরায় নির্বাচিত করবে বলে তিনি বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোন রকম অংশগ্রহণ ছাড়া ও স্বতন্ত্র প্রার্থীদের উপর আওয়ামী লীগ নমনীয় থাকায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মীই নেমেছে সতন্ত্র প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার প্রচারণায়। এই নির্ঘুম প্রচার প্রচারণা আর ভোট যুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অনেকের অভিমত। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান তোতা সহিত দৈনিক আজকের খোলা কাগজ কে জানায় রাজনীতির শুরু থেকে আজ অব্দি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগ করে আসছি বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৫ বারের চেয়ারম্যান ছিলাম আমি উন্নয়নের পাশাপাশি মানুষ চাই পরিবর্তন আর এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ডিজিটাল বাংলাদেশর রুপকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের খাদেম হয়ে থাকতে চাই তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমার বিজয় সুনিশ্চিত। স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলীর সহিত কথা বলে জানা যায় গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের ভোটে দাড়নো বা প্রার্থী হওয়ার অধিকার রয়েছে এটি সুষ্ঠু অবাদ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা কামানা করি জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ,জনগণ যাকে চাইবে সে জয়লাভ করবে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় পার্টির প্রার্থী, জাতীয় পার্টির নওগাঁ জেলা সহ-সভাপতি আকবর হোসেন কালুর সঙ্গে কথা বললে তিনি বলেন,জনগণ পল্লীর উন্নয়ন চাই, যিনি উন্নয়ন করে গেছে সারাজীবন গ্রাম বাংলার উন্নয়ন চেয়ে গেছেন তিনি আমার প্রিয় নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ তাইতো উনি পল্লী বন্ধু ছিলেন, তার আদর্শে রাজনীতি করি আমি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে মানুষ চাই জাতীয় পার্টি-কে এবার প্রতিটি আসনে জাতীয় পার্টির জয় হবে ইনশাআল্লাহ নওগাঁ -১ আসনে এবার জাতীয় পার্টির জয়লাভ করবে বলে তিনি বলেন। হাতেগোনা আর মাত্র কয়েক দিন পর ৭ জানুয়ারি রোজ রবিবার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারা বাংলাদশের ন্যায় নওগাঁ-১ আসনে(নিয়ামতপুর পোরশা সাপাহারেও যেনো একটি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এ অঞ্চলের সাধারণ মানুষ কামনা ও প্রত্যাশা একটাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট