আজহার চৌধুরীঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নে মধুইল বাজারে, হাইওয়ে সড়কের পাশে ভাংড়ী দোকানের পুড়া মবেল, ময়লা আবর্জনা ও নোংরা প্লাস্টিক পলিথিন বর্ষার পানিতে এক ধরনের নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে।
এসব ময়লা আবর্জনার পানি রাস্তায় গিয়ে পড়াতে রাস্তা পিচ্ছিল করে তুলছে, ফলে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা।সাধারণ মানুষের রাস্তা পারাপারে পড়তে হচ্ছে ভোগান্তিতে মোটরসাইকেল পিকআপ ভ্যান সকল ধরনের যানবাহন এই আবর্জনা যুক্ত রাস্তার পাশে পারাপার হতে গিয়ে পড়ছে দুর্ঘটনার কবলে।
সমবার সকালে মুধইল পুরাতন বাজার আমতলার মোড়ে রেজাউল চৌধুরী দোকানের সামনে, একটা আম ভর্তি ট্রাক এই ময়লা আবর্জনার পাশেই দুর্ঘটনার কবলে পড়ে। প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার কারণে মধুইল বাজারের স্থানীয় কিছু ব্যবসায়িক ভাংড়ির দোকান মালিক হামিদুর রহমানকে রাস্তার পাশে থেকে দোকানটি অন্য জায়গায় স্থানান্তর সহ আবর্জনা গুলো রাস্তা থেকে পরিষ্কার করতে বললে তিনি কোন সদুত্তর দেননি বলে অভিযোগ মধুইল বাজারের সাধারণ মানুষদের। মধুইল বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলছে আমরা হামিদুর কে অনেক বুঝানোর পরেও শুনছেনা কোন কথা, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা তাই এই মুহূর্তে প্রশাসনের সুদৃষ্টি একান্তভাবে কামনা করছি।