1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামে নাজিরহাট সড়কের হাটহাজারী কাটিরহাট নামক এলাকায় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ জাফর নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এঘটনায় সঙ্গে থাকা তার স্ত্রীও আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার (১০ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জাফর ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের ছেলে। সেই ওই এলাকার পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে গত ১ বছর আগে নিয়োগ পান।
জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে ডাক্তার দেখিয়ে মো: জাফর সস্ত্রীক সিএনজি অটোরিকশা নিয়ে ফটিকছড়িতে ফিরছিলেন। এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অটোরিকশাটি পিছন থেকে ধাক্কা দিলে জাফর ঘটনাস্থলে মারা যান। এতে তার স্ত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাজিরহাট হাইওয়ের থানার উপপরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, একটি ট্রাক নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময়ে পিছন থেকে ওই ট্রাকটিতে অটোরিকশা ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। গাড়ি দুটি জব্দ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira