কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে'তুমি কে,আমি কে,বাঙালী, বাঙালী 'মুক্তিযুদ্ধের এই শ্লোগানকে বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫জুলাই) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এবং প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি প্রতিবাদলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান,প্রাক্তন কমান্ডার মোঃ গোলাম জিলানী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জুনায়েদ আহমেদ ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান মুঠোফোনে জানান , তুমি কে, আমি কে, বাঙালী, বাঙালী ' শ্লোগানকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিকৃতভাবে উপস্থাপন করে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটি কারোরই কাম্য নয়।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১