নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনার পদত্যাগে কিছু দুস্কৃতিকারী সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সম্পীতি ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়। ৯ আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ৫টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের বেলহট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্পীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজিনগর ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে সকলকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি।
সভায় আরো উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য স্বপন বর্মন, সাবেক ইউপি সদস্য সিতেশ মাহাতো, স্থানীয় গ্রাম্য চিকিৎসক শিপন মাহাতোসহ স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিডি বলেন, নিয়ামতপুর উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাজিনগর ইউনিয়নেও কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আশা করি আগামীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কারো বাড়ীতে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগের মত কোন ঘটনা ঘটেনি, আগামীতেও ঘটবে না। আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করেন। দেশে কোন সংখ্যা লঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমরা ভাই, ভাই। কেউ কারো উপর কোন প্রতিহিংসা দেখাবো না।