নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রায়হান আলীর পরিবারের পাশে দাঁড়ালেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। আজ ১২ আগষ্ট সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের বাসিন্দা নিহত রায়হান আলীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান তিনি। এর আগে তিনি শহীদ রায়হান আলীর কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা ও দোয়া করেন।
এ সময় তার পরিবারকে বলেন, রায়হান আলী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ভাইবোনদের কারণে আজকে পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। আমরা মুক্ত বাতাসে আজ চলতে পারছি। আমি এবং আমার দল আপনাদের পাশে যেকোনো প্রয়োজনে সর্বদায় থাকবো। রায়হান আলীর পরিবারকে প্রতিষ্ঠিত করা হবে। এ সয়ম শহীদ রায়হান আলীর পরিবারকে আর্থিক সহায়তা করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, উপজেলা বিএনপি’র যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান, উপজেলা যুবদলের সদস্য শাহ আলম খোকন, সামাদ,মামুনূর রশিদ মেম্বার, বিএনপির সাবেক নেতা আব্দুল মতিন প্রমুখ।