নিজস্ব প্রতিবেদকঃ “আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন” প্রতিপাদ্যে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মেইন গেট সংলগ্ন রাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা ও নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য বাসন্তি রানী, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন।
বক্তরা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলে আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। সারাদেশে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন ঘরবাড়িতে অগ্নিসংযোগ মন্দির গীর্জায় হামলা ভাংচুর ভূমি দখল ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নিরাপত্তা