নিজস্ব প্রতিবেদক:নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের সাথে নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ ও সকল স্টাফদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিয়ামতপুর থানা ওসি’র কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক মেঃসালাউদ্দিন গাজী,যুগ্ন আহ্বায়ক মোঃশহীদুজ্জামান জিহান, মোঃআরিফুজ্জামান, মোঃমাহফুজুর রহমান কাউসার,বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল নিয়ামতপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃসুলতান মাহমুদ সজীব চৌধুরী,যুগ্ন আহ্বায়ক শ্রীঃবিদ্যুৎ মাহাতো, সদস্য মোঃশিমুল মোস্তাক,মোঃওয়ালিদ হাসান, মোঃমাহমুদুল হাসান ডালিম,মোঃফজলে রাব্বি ও ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক সালাউদ্দিন গাজী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে থানার সকল কার্যক্রম বন্ধ ছিল। জনগণের সেবক হিসেবে পুলিশ আবারও কর্মস্থানে ফিরে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের সাথে শুভেচ্ছা বিনিময় করে।