নিজস্ব প্রতিবেদক:সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতা নিহতদের রুহের মাগফেরাত ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনায় নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) দুপুরে নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ফয়সাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক গোলাম মোস্তফা, শিক্ষার্থী মাহফুজুর রহমান কাওসার, সোহেল সারোয়ার জাহান, মেহেদী হাসান, সৌরভ, মোস্তাকিম, লিজা খাতুন, নিহারিকা নিশাত, রুবাইয়া, ঝুমুর প্রমুখ।
দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়, পরে বিভিন্ন দপ্তরে ঘোষ দুর্নীতি যেন না হয় সেই উদ্দেশ্যে আলোচনা করা হয়।