নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুরে রোভার স্কাউট সদস্যদের উদ্যোগে সারা দেশে বানভাসি মানুষের শুকনো খাবার বিতরণের জন্য দুইদিন ব্যাপী ত্রাণ সংগ্রহের সমাপনী ঘোষণা করা হয়েছে।
রবিবার(২৬ আগস্ট) বিকেল ৪ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম সামনে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করুন ব্যানারে ত্রান সামগ্রী সংগ্রহের সমাপনী ঘোষণা করা হয়।
নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা সার্বিক সহযোগিতায় ও নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট সদস্য মাহফুজুর রহমানের নেতৃত্বে কয়েকটি দলে বিভক্ত হয়ে দুইদিন ব্যাপী ত্রাণ সংগ্রহে অংশ নেন শিবলী, সারোয়ার জাহান, সাব্বির, জাহাঙ্গীর, জাহিদ, জনি, ফিরোজ, মেহেদী হাসান, নিহারিকা, ঝুমুর ও লিজারসহ সাধারণ শিক্ষার্থীরা।
নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট সদস্যরা একদিনে মোট ৭২ হাজার ৭০০ টাকা উত্তোলন করেন। উত্তোলনকৃত টাকাগুলো নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হস্তান্তর করা হয়।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ক্রিয়া শিক্ষক মাহমুদুল হক শাহ।
নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা বলেন, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারতের পানিতে আমাদের দেশের নিচু এলাকার কয়েকটি জেলা পানিতে ডুবে গেছে। বানভাসিদের শুঁকনো খাবারের জন্য সারা দেশের মানুষ তথা নিয়ামতপুরের মানুষ যে ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। বানভাসি মানুষের কথা চিন্তা করে রোভার স্কাউট সদস্যরা যে ভাবে দলে দলে বিভক্ত হয়ে ত্রাণ সংগ্রহ করেছে। নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট সদস্যদের নিয়ে বেশ কয়েক প্রতিবেদন প্রকাশ করায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তিনি।