নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সরকারী জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী, আলমগীর মন্ডল সহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারী জলাশয়ে ৩০০ কেজি রুই, কাতলা, মৃগেল প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।