নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে এক অসহায় পরিবারকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় ন্যায় বিচারের স্বার্থে সংবাদ সম্মেলন করেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১টায় নিয়ামতপুর উপজেলা প্রেস কাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য। উপজেলার ভাবিচা ইউনিয়নের সাড়া গ্রামের মৃত- সাইদুর রহমানের কন্যা সালমা খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, সাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মোমিনুল ইসলাম ও ইউনুস আলী আমার বাড়ীর সামনে ময়লা আর্বজনা ফেলে পরিবেশ দূষিত করছে। আমি ও আমার পরিবার মৌখিকভাবে প্রতিবাদ করায় তারা আমাকে বিভিন্নভাবে হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের কাছ থেকে কোন সমাধান না পাওয়ায় আমি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। থানায় অভিযোগ করায় ইউনুস ও তার ছেলে মোমিনুল ইসলাম এর হুকুমে গত ১০ আগষ্ট রাতে আমার গ্রামের নুর সালামের স্ত্রী পারভীন বেগম, মৃত- সাদা মন্ডলের ছেলে নুর সালাম, নুর সালামের ছেলে নুরুন্নবী, মৃত- মিছির আলীর ছেলে ছাদেক মন্ডলসহ গ্রামের আরো কিছু লোক জোরপূর্বক আমার বাড়ীতে ঢুকে আমাকে ও আমার পরিবারের সদস্যকে হত্যার চেষ্টা করে। বর্তমানে তারা আমাকে ও আমার পরিবারকে আমার জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে সরকার ও আইনের লোকের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মোমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সালমার বাবার কাছ থেকে জমি ক্রয় করেছি। তারপরেও এখন পর্যন্ত আমরা সেই জমি দখল করতে যাই নাই। আমাদেরকে সমাজের চোখে ছোট করার জন্য মিথ্যে অভিযোগ করছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।