নিজস্ব প্রতিবেদক : “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ব্রাক প্রোগ্রামার কলি খাতুন সহ হাত ধোয়া প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান।