আলম হোসাইন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উওম) এর আত্মার মাগফেরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে গতকাল ২৭ (অক্টোবর) রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার রাজউকের পূর্বাচল ১১ নম্বর সেক্টর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চত্বরের প্রবাসী ক্যাফ রেস্টুরেন্টে যুবদলের এ ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদের সভাপতিত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা যুবদলের সিঃ যুগ্ন-আহবায়ক শামিম মিয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ-সম্পাদক রুবেল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুকসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম প্রিন্স বলেন, বিগত ১৭টি বছর অবৈধ সরকার সাধারণ জনগণের উপর অত্যাচার, জুলুম, চাঁদাবাজ ও সন্ত্রাসী হামলা চালিয়েছেন। বিএনপি কখনো কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, হামলার রাজনীতি করেনি। তিনি বিএনপি’র নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র কোন নেতাকর্মী যদি কোন অপকর্মের সাথে লিপ্ত হয় তাকে দল থেকে বহিষ্কার করা সহ আইনের কাছে সোপর্দ করা হবে।