নিজস্ব প্রতিবেদক: “সমবায়ে গড়ব দেশ – বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় নিয়ামতপুর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা সমবায় অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
নওগাঁ জেলায় সঞ্চয় ও ঋণদান শ্রেণীতে শেষ্ঠ নির্বাচিত হওয়ায় ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পক্ষে আব্দুল আলিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি মোঃ রেজাউল করিম বলেন, অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।