নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে নিশান (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
রবিবার(১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়ি হরিপুর বরেন্দ্র সেচ পাম্পে এই ঘটনা ঘটে।
নিশান নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়ি গ্রামের সোহেল রানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের সাথে নিশানের বাগবিতণ্ডা লেগেই ছিল। এরই জের ধরে গত রবিবার দুপুরে বাবা মায়ের সাথে নিশানের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নিশান সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পড়েন। এরপর তিনি আর বাড়িতে ফেরে নি। পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজি করে নিশানের সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরে। স্থানীয়দের মাধ্যমে সোমবার সকালে খবর মেলে নিশান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খরব পেয়ে সকালে থানা পুলিশের সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।