আলোচিত মোস্তাফিজুর রহমান হত্যার প্রতিবাদে সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, পত্নীতলা উপজেলার মুধইল বিএল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন
মধইল প্রচেষ্টা কোচিং সেন্টার,মধইল,,ইসলামীয়া আলিম মাদ্রাসা,আল ইনসাফ, আল ইকরা, আলহেলাল,মামুন একাডেমী, শফিউদ্দীন একাডেমী,শরিফ একাডেমী,মামুন একাডেমী শাড়ইল দাখিল মাদ্রাসা,কৃষ্ণপুর ডিগ্রী কলেজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ মানববন্ধনের মাধ্যমে তারা মোস্তাফিজুর রহমান হত্যার সঠিক বিচারের দাবি জানান।