কামরুজ্জামান পরোশাঃ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সিমান্ত ১৬ বিজিবির অধিনায়ক এর নির্দেশ মোতাবেক দায়িত্ব থাকা নিতপুর বি,ও, পি কমান্ডার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২২৯ মেইন পিলার হইতে তারেক জিয়ার মোড় নামক স্থান হইতে আজকে ভোর ৫ টার দিকে সিভিল সোর্সের মাধ্যমে পাশ্ববর্তী ভারত থেকে অবৈধ পথে আসা ১ জন আসামী সহ ভারতীয় ৬ টি মহিষ ও একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি আটক করে থানায় সোপর্দ করেছে। আটক কৃত লোকের নাম মোঃ ফারুক হোসেন (৩০) পিতা মোঃ সাইদুর হোসেন গ্রাম শোভাপুর। এ ব্যপারে কোম্পানী কমান্ডার আলমগীর সাহেব এর সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা সিকার করেছেন। অবৈধ পথে ভারত থেকে মাল আসলে বিজিবির পক্ষ থেকে কোন ছাড় নেই। আমার বাহিনীর নিরন্তর তৎপর।